SSC GD CONSTABLE PREVIOUS YEARS QUESTIONS AND ANSWERS IN BENGALI | বিগত বছরের আসা SSC GD প্রশ্নোত্তর (PART 01)

SSC GD CONSTABLE PREVIOUS YEARS QUESTIONS AND ANSWERS IN BENGALI | বিগত বছরের আসা SSC GD প্রশ্নোত্তর (PART 01)

SSC GD CONSTABLE PREVIOUS YEARS QUESTIONS AND ANSWERS IN BENGALI



আজকের পোস্টে আপনাদের সামনে নিয়ে এসেছি বিগত বছরে আসা জিডি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর  । আপনারা যদি এই পরীক্ষায় ভালো স্কোর করতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন বিগত বছরের যত এক্সাম হয়েছিল সব পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয়া হবে আপনারা এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যাবেন ।

 SSC GD CONSTABLE 2024

1. ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিম্নোক্ত কোন ফর্মগুলির একটি প্রধান শৈলী “জাগোই” (Jagoi) ? ( SSC MTS 2019, SSC GD 2022 )

A) সাত্রিয়া

B) কথক

C) মণিপুরী

(D) ওড়িশি

ANSWER : C) মণিপুরী

মণিপুরী

  • সাঙ্গাই উৎসব' ('Sangai Festival') : মণিপুর
  • মণিপুরের ইয়াওশাং (Yaoshang) উৎসব পাঁচ দিন ধরে পালিত হয়। (SSC MTS 2020 2021 2022 )
  • জাগোই (Jagoi) মণিপুর রাজ্যের নৃত্যশৈলী (SSC MTS 2019) 
  • মণিপুরের একটি ভারতীয় মার্শাল আর্ট : থাং-টা ( CHSL 2022 )

2. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করুন ?

A) দহনের তাপমাত্রা কমিয়ে 

B) দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে

C) কার্বন অণুর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে 

D) লীনতাপ হ্রাস করে

ANSWER : B) দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে (By increasing the efficiency of the combustion process)

3. তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জিতেছেন?

A) কুচিপুড়ি 

C) সাত্রিয়া

D) ওড়িশি 

B) ছৌ

ANSWER: B) ছৌ

  • ছৌ : তপন কুমার পট্টনায়ক (SSC GD 2022), ব্রজেন্দ্র কুমার পট্টনায়েক, ত্রিলোচন মোহন্ত, ভুবন কুমার :
  • কুচিপুড়ি গদ্দাম পদ্মজা রেড্ডি (SSC MTS 2021 ), গুরু ভেম্পতি চিন্না সত্যম (SSC MITS 2021 2022 ), বৈজয়ন্তী কাশী (SSC MTS 2022 ), বেদাত্তম সত্যনারায়ণ শর্মা ('সত্যম' নামে পরিচিত) (SSC MTS 2021 2022),

4. প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এক ক্যালেন্ডারব ছরে পাঁচটি মহাদেশের সমুদ্র সাঁতার কাটার একমাত্র মানুষ ছিলেন?

A) মিহির সেন

B) রামানাথন কৃষ্ণান

C) অজিত প্যাটেল 

D) খাশাবা যাদব

ANSWER : A) মিহির সেন

  • খাশাবা দাদাসাহেব যাদব একজন ভারতীয় কুস্তিগীর ক্রীড়াবিদ ছিলেন। তিনি হেলসিঙ্কিতে আয়োজিত 1952 গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ব্রোঞ্জ পদক জয় করেন। তিনি অলিম্পিকে একক বিভাগে পদকজয়ী প্রথম ভারতীয়

5. মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের 2000 টাকার নোটের পিছনে মোটিফ রয়েছে, (SSC MTS 2019, SSC GD 2022 )

A) রানি কি ভাঙ 

B ) মঙ্গলযান

C) সূর্য মন্দির, কোনার্ক

D) লাল কেল্লা

ANSWER : B ) মঙ্গলযান

  • 10 টাকার নোটে উপস্থিত রয়েছে : কোনার্ক সূর্য মন্দির
  •  20 টাকার নোটে উপস্থিত রয়েছে ইলোরা গুহা
  •  50 টাকার নোটে উপস্থিত রয়েছে Hampi with Chariot
  • 100 টাকার নোটে উপস্থিত রয়েছে রানী কি ভাঙ
  • 200 টাকার নোটে উপস্থিত রয়েছে : সাঁচি স্তূপ (SSC MTS 19 )500 টাকার নোটে উপস্থিত রয়েছে লালকেল্লা (Red Fort)

6.2022 সালের সেপ্টেম্বরে কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী INS Vikrant কে কমিশন করেছিলেন?

A) রাজনাথ সিং

(B) অমিত শাহ

C) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

(D) নরেন্দ্র মোদী

ANSWER : D) নরেন্দ্র মোদী।

7. কোন অক্ষাংশ রেখাটি (latitude line) দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গেছে?

A) বিষুবরেখা

B) মকরক্রান্তি রেখা

C) কর্কটক্রান্তি রেখা

(D) কুমেরুবৃত্ত

ANSWER : C) কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)

  • কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) ভারতের আটটি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে যথা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় (SSC CHSL 2022), ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।

৪. কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল?

A) বিন্দুসার

B)অশোক 

C) চন্দ্রগুপ্ত

(D) দশরথ

ANSWER : B) অশোক

  • অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত হয়েছে যে কলিঙ্গের যুদ্ধের কথা। (WBCS Prelims 2002 )
  • কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 সালে সংগঠিত হয়,
  • কলিঙ্গ হল উপকূলীয় উড়িষ্যা এর প্রাচীন নাম। (SSC MTS2020, SSC CHSL, 2022, SSC MTS 2022 )

9. ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি (first complete Census )কখন পরিচালিত হয়েছিল?

(A) 1882

B) 1880

(C) 1887

D) 1881

ANSWER: D) 1881

  •  ভারতে প্রথম অসমকালীন আদমশুমারি (non-synchronous census) পরিচালিত হয় 1872 সালে (SSC MTS 2021 2022 )
  • স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি 1951 সালে পরিচালিত হয়েছিল। (SSC MTS 2021 )
  • 2011 সালের আদমশুমারি ছিল ভারতের 15 তম জাতীয় আদমশুমারি (SSC MTS 2021 )

10. 2022 সালের আগস্টে উত্তরাখণ্ড সরকারের "স্টেট ব্র্যান্ডঅ্যাম্বাসাডর" হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) দীনেশ কার্তিক

C) অক্ষয় কুমার

B) ঋষভ পান্ত

D) রোহিত শেঠি

ANSWER: B) ঋষভ পান্ত

11. ভারতের রাষ্ট্রপতি ______দ্বারা নির্বাচিত হন।


A) শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্যরা

B) শুধুমাত্র সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ

C) শুধুমাত্র রাজ্যের কাউন্সিলের সদস্যরা

D) সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা

ANSWER : D) সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা (the Elected Member of both Houses of Parliament and State Legislative Assemblies)

  •  রাষ্ট্রপতির অধ্যাদেশ (ordinance) জারি করার ক্ষমতা আছে (SSC MTS 2019)
  • রাষ্ট্রপতি ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়কা (SSC MTS 2019,2022)
  • ভারতের সংবিধান অনুযায়ী, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান হলেন: রাষ্ট্রপতি (SSC MTS 2022 )
  • রাষ্ট্রপতি এক নির্বাচকমণ্ডলীর দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।
  • রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা অধিবেশন আহ্বান ও প্রত্যাহার করেন।
  • ভারতীয় সংবিধানের 72 অনুচ্ছেদ রাষ্ট্রপতি এর ক্ষমতার সাথে সম্পর্কিত ক্ষমা, ইত্যাদি এবং কিছু ক্ষেত্রে সাজা স্থগিত, মওকুফ বা দণ্ড লঘু করারা (SSC CHSL 2022 )

12. নিম্নোক্ত কোনটি মহারাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উত্সব, যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে মনে করা হয় ?


A) মকর সংক্রান্তি 

C) গুড়ি পাদওয়া

B) পোলা উৎসব

(D) কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল

ANSWER: (B) পোলা উৎসব (Pola Festival)

13. ভারতীয় সংবিধানের মূল পাঠে_____ টি ধারা ছিল ।

 (A) 376 B) 395 C) 386 D) 440

ANSWER : B) 395

  •  1949 সালের 26 নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয় (SSC MTS 2019, 2022 )
  • 1950 সালের 26 জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকরী হয়। 
  •  ভারতীয় সংবিধানের মূল পাঠে 22টি Part 8টি schedule & 395টি ধারা (articles) ছিল৷

14. নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? (SSC GD 2022, SSC CHSL 2022 )


A)পরিকাঠামো বৃদ্ধি 
B) খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি 
C) দারিদ্র্য দূরীকরণ 
D) জীবনযাত্রার মান উন্নত করুন

ANSWER : B) খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি (Increase in production of Food Grains)

  •  সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং "খাদ্য, কর্ম ও উৎপাদনশীলতা" বৃদ্ধির দিকে মনোনিবেশ করা

15. মস এবং মার্চেন্টিয়া নিম্নোক্ত কোনটির অধীনে আসে? (SSC GD 2022, SSC CHSL 2022, SSC MTS 2022)

A) শৈবাল

B) জিমনোস্পার্ম

C) টেরিডোফাইটস

D) ব্রায়োফাইটস

ANSWER : D) য়োফাইটস (Bryophytes)

  • উদ্ভিদজগতের মধ্যে ব্রায়োফটিস (Bryophytes) লিভারওয়াট, মস এবং মার্চেন্টিয়া ব্রায়োফাইটস (Bryophytes) অধীনে আসে (SSC GD 2022. SSC CHSL. 2022, SSC MTS 2022)

16. রাজস্ব প্রাপ্তিগুলি (Revenue receipts) হল ______ সেগুলি সরকারের উপর দাবির দিকে পরিচালিত করে না। কারণ


A) মূলধন প্রাপ্তি

B) শক্তিবৃদ্ধিযোগ্য

C) পুনরুদ্ধারযোগ

D) অ পুনরুদ্ধারযোগ

ANSWER : D) অ-পুনরুদ্ধারযোগ্য (DOB-1 eemable)

17. জরুরি অবস্থার সময় (During emergency) কোন মৌলিক অধিকার (fundamental rights) স্থগিত করা যায় না?


A) ধারা 14-15

B) 11 20-21

C) ধারা 18-19

(D) ধারা 16-17

ANSWER: ধারা 20-21

  • ধারা 20 যে কোনও ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শান্তি হবে না (SSC MTS 2021 )
  • ধারা 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা (Protection of Life and Personal Liberty) (SSC MTS 2019, 2021)

18. ভারতে নিম্নোক্ত কোন রাজ্যে আরবিকা কফি জন্মে?

A) আসাম

B) উত্তরাখণ্ড

(C) পশ্চিমবঙ্গ 

(D) কৰ্ণাটক

ANSWER : D) কৰ্ণাটক

  • বিশ্বে কফি উৎপাদনে শীর্ষস্থানাধিকারী দেশ ব্রাজিল (SSC MTS 2022)
  • ভারতে কফি উৎপাদনে প্রথম : কৰ্ণাটক

19. ______ Ministry of textiles এর অধীনে পড়ে।


A) সমর্থ প্রকল্প

B) আম্বেকর সামাজিক উদ্ভাবন ও ইনকিউবেশন মিশন

C) এমপিএলএডি এস (সংসদ সদস্য স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প)

1) ভারত পরিকল্পনা থেকে পণ্যদ্রব্য রপ্তানি

ANSWER : A) সমর্থ প্রকল্প (Samarth Scheme)

20. কোন রাজ্য 2017-18 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে?


A) উত্তর প্রদেশ

(C) মহারাষ্ট্র

B) কেরালা 

(D) কৰ্ণাটক

ANSWER : D) কৰ্ণাটক

  • 2018-19 সালে বিজয় হাজারে দুফি জিতেছে মুম্বাই
  • 2019 20 সালে বিভায় হাজারে ট্রফি জিতেছে কপটিক
  • 2020-21 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে : মুম্বাই
  • 20021-22 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে হিমাচল প্রদেশ
  • 2022-23 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে : সৌরাষ্ট্র 

আপনার যদি পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন আমরা আপনাদের পিডিএফ দিয়ে দেব

Next Post